ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরুড়ায় বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২১, ২০২৪
বরুড়ায় বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (২১ মে) নির্বাচনের দিন সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম এ অভিযোগ করেন।

 

তার অভিযোগ, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পাঁচথুবি আহমদীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ কেন্দ্র দুটি যে কোনো সময় দখল হয়ে যেতে পারে। লক্ষ্মীপুর কেন্দ্রে আব্দুর রাজ্জাক ও পাঁচথুবি কেন্দ্রে সেলিমের নেতৃত্বে দখলের চেষ্টা চলছে। প্রশাসন এসে আমাদের ভোটারদের সরিয়ে দিচ্ছে।  

পাঁচথুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এখানে এক হাজার ৭২০ ভোট। দুই ঘণ্টায় ২০০ ভোট কাস্ট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন বার বার টহল দিচ্ছে। জাল ভোটের কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।