ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ১ 

ঠাকুরগাঁও: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের রত্নাই বিওপির সীমানায় নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রত্নাই বিওপির সীমানায় তাকে আটক করা হয়।

আটক যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে।  

রত্নাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম জানান, বুধবার (২২ মে) রাত ৮টার দিকে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলায় সীমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভেতরে টহলরত বিজিবি সদস্যদের হাতে ভারত থেকে অবৈধভাবে দেশে আসা নীতিশ পাল আটক হন। তিনি আট বছর ধরে দিল্লিতে রাস্তার কাজ করতেন।  

পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।