ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

ঢাকা: ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা।

শুক্রবার (২৪ মে) বিকেলে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ।

এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।

তারা আরও বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দুইবেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪
টিএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।