সিলেট: গত কয়দিনে সিলেটে একের পর এক রেকর্ড ভাঙছে তাপমাত্রা। আর তীব্র তাপপ্রবাহে অস্বস্তিকর অবস্থা বিরাজমান ছিল জনজীবনে।
এর আগে ২০২২ সালের ১৪ জুলাই সিলেটে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিসে। শনিবার (২৫ মে) বিকেল ৩টায় সিলেটের তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের (শুক্রবার) তাপমাত্রাকে অতিক্রম করেছে। শুক্রবার বিকেল ৩টায় সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকতে পারে, এমটি ধারণা করছেন তিনি। যে কারণে বাড়তি তাপমাত্রায় সকলের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতেও পরামর্শ দেন সজিব।
তিনি বলেন, ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড হয়েছিল সিলেটে। আর ২০২২ সালে ৩৯ দশমিক ৯ ডিগ্রি। এবার সেই রেকর্ড না ভাঙলেও তাপপ্রবাহ বৃদ্ধি পেতে পারে। দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে বৃষ্টি হলে গরম কিছুটা কমে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এনইউ/এমজে