ঢাকা: আসন্ন বাজেটে (২০২৪-২৫) প্রতিবন্ধী ভাতা ন্যূনতম পাঁচ হাজার টাকা করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রতিবন্ধীরা।
রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক মানববন্ধনে প্রতিবন্ধীরা এ দাবি করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ছিল ২০০ টাকা, যা ধীরে ধীরে বেড়ে ২০২৪ সালে এসে ৮৫০ টাকা হয়েছে। গত ১৯ বছরে ভাতা বেড়েছে মাত্র ৬৫০ টাকা। আমরা প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা করাসহ ১১ দফা দাবি জানাই।
১১ দফা দাবিগুলো হলো-
১। ২০২৪-২৫ জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা মাসিক ন্যূনতম পাঁচ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক দুই হাজার টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ দিতে হবে।
২। অবিলম্বে প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন করতে হবে।
৩। চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে এক হাজার কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন করতে হবে।
৪। অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর কার্যকর করতে হবে।
৫। বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রণয়ন এবং দেশের ৬৪ জেলার সাধারণ বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষাযুক্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু ও আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করতে হবে।
৬। শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করতে হবে।
৭। নিরন্ন, শ্রমজীবী-মেহনতি এবং অটিস্টিকসহ সব গুরুতর প্রতিবন্ধীকে আত্মনির্ভরশীল করতে আশ্রয়ণ প্রকল্পসহ সব পুনর্বাসন কর্মসূচিতে ৬ শতাংশ কোটার ব্যবস্থা করতে হবে।
৮। অটিস্টিক, বুদ্ধিসহ গুরুতর প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করতে হবে।
৯। প্রবেশগম্য অবকাঠামো ও গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করতে হবে।
১০। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়, সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
১১। মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট প্রণয়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এনবি/এসআইএ