খুলনা: ঘূর্ণিঝড় রিমাল খুলনার উপকূলে আঘাত হেনেছে। রোববার (২৬ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে থেকে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।
কয়রার মদিনাবাদ এলাকার বাসিন্দা ইমদাদুল বাংলানিউজকে জানান, রাত ১০ টা ২০ মিনিট থেকে চলছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। সময় যতই বাড়ছে ঝড়ের তাণ্ডব ততই বাড়ছে।
পাইকগাছা শান্তা এলাকার বাসিন্দা সাফায়েত হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হয়েছে। রিমালের প্রভাবে নদীতে রাতে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। তবে দিনের থেকেও রাতে পানির তীব্রতা অনেক বেশি। এতে নড়বড়ে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ে আতঙ্ক হয়ে সাইক্লোন সেন্টারে নদীর তীরবর্তী ও বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ আশ্রয়ণ কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমাল খুলনাসহ উপকূল অতিক্রম করছে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য খুলনার ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে প্রবল জোয়ারে কয়েক এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে প্রায় এক লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমআরএম/এসএম