ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আমের বস্তায় মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ২

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আমের বস্তায় মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ২

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)।

সোমবার (২৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে রোববার বিকেলে আশুলিয়ার জিরানী ও পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাটোর জেলার নাসির উদ্দিন (৪৫) ও ঠাকুরগাঁও জেলার মো. জাকির হোসেন (২৫)। তারা দুইজনই পেশাদার মাদককারবারি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আমের বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৯৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, মে ২৭,  ২০২৪
এসএএইচ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।