ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুর পৌর পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ২, ২০২৪
মেহেরপুর পৌর পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর: জেলা শহরের পৌর পুকুরে গোসল করতে নেমে তৌফিক (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) সকাল ১১টার সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যায় শিশুটি।

নিহত তৌফিক মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার তোজাম্মেল হকের ছেলে ও মেহেরপুর টেকনিক্যাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল ১০টার দিকে নিহত তৌফিক ও তার কিছু বন্ধু মিলে স্কুল থেকে পুকুরে গোসল করতে নামে। পুকুরে বন্ধুদের সঙ্গে জলকেলি খেলতে গিয়ে অসাবধানতা বসত তৌফিক পানির নিচে তলিয়ে যায়। এসময় ওই পুকুরে গোসলে থাকা অন্যান্য লোকজন তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।