ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৮, ২০২৪
বাঘাইছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ সংগৃহীত ছবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধ চলছে।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের একদিন আগে এ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (৮ জুন) ভোর ৬টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বাঘাইহাট-সাজেক সড়কে অবস্থান করছে অবরোধকারীরা।  

এদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে।  

ইউপিডিএফের ডাকা অবরোধের প্রভাব উপজেলা শহরে না পড়লেও জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে উপজেলা শহরে ছোট যান চলাচল করছে। ইউপিডিএফের কর্মীরা অবরোধ সফল করার লক্ষ্যে তাদের স্ব স্ব নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়েছেন।

এর আগে শুক্রবার (৭ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ কর্মসূচির এ তথ্য জানানো হয়।

রোববার (৯ জুন) বাঘাইছড়ি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে গত ২৯ মে বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিভ চাকমা ও আঞ্চলিক দল এমএন লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত সুদর্শন চাকমা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সুদর্শনের পক্ষে প্রচারণা করতে দেখা গেলেও অলিভ চাকমার পক্ষ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অবরোধ পালন করছে ইউপিডিএফ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।