ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড় ধস: সাড়ে ৪ ঘণ্টা পর বান্দরবান-রুমা সড়কে যান চলাচল স্বাভাবিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
পাহাড় ধস: সাড়ে ৪ ঘণ্টা পর বান্দরবান-রুমা সড়কে যান চলাচল স্বাভাবিক 

বান্দরবান: পাহাড় ধসে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

তবে সড়কের বিভিন্ন পয়েন্টে এখনো পাহাড়ের মাটি ভেঙে পড়ে আছে।

গত কয়েকদিন ধরে বান্দরবানে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে শুরু হয়েছে পাহাড় ধস।  

বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, সোমবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কটির দলিয়ান পাড়া এবং খুমী পাড়ায় পাহাড়ের মাটি ধসে রাস্তা বন্ধ হয়ে যায়।  পরে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মাটি সরাতে শুরু করেন। মাটি সরানোর পর বিকেল ৫টা নাগাদ যান চলাচল শুরু হয়। তবে এখনো সড়কের বিভিন্ন পয়েন্টে মাটি জমে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।