ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠি: সদর উপজেলায় পানিতে ডুবে মহিবুল্লাহ (৪) ও সুরাইয়া আক্তার (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।   

শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে কেওড়া ইউনিয়নে পিপলিতা গ্রামে এ ঘটনা ঘটে।

মুহিবুল্লাহ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার একই গ্রামের শহিদুল ইসলামে মেয়ে।

পিপলিতা গ্রামের ইউপি সদস্য কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানায়, কেওড়া ইউনিয়নে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর থাকা সাঁকো পাড় হওয়ার সময় প্রথমে মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। এসময় সুরাইয়া তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের বরিশালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।