ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় আহত সেই পুলিশ সদস্য ঢামেকে মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
অটোরিকশার ধাক্কায় আহত সেই পুলিশ সদস্য ঢামেকে মারা গেছেন

ঢাকা: রাজবাড়ীতে ডিউটিরত অবস্থায় অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন তিনি।

 

নিহত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (৫৭)।  

শনিবার (১৩ জুলাই) রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার বেথুলিয়া গ্রামের সড়কে আহত হন মিজানুর। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রোববার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার কামরুল আহমেদ জানান, শনিবার রাতে টহলটিমের সঙ্গে ডিউটিতে ছিলেন মিজানুর রহমান। বেথুলিয়া গ্রামে টিমটি গাড়ি থামিয়ে বসেছিল। তখন মিজানুর গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি দ্রুতগতির অটোরিকশা এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে নেওয়া হয় রাজবাড়ী সদর হাসপাতালে। তবে অবস্থা গুরুতর দেখে তাকে পাঠিয়ে দেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। তবে ভোরে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর অটোরিকশাচালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

নিহত মিজানুর রহমানের মেয়ের জামাই মাসুদুর রহমান জানান, তার শ্বশুরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদি এলাকায়। তবে চাকুরির সুবাদে রাজবাড়ী সদর থানার ব্যারাকে থাকতেন। আর মাত্র ২ বছর পর অবসরে যাওয়ার কথা ছিল তার। দুই সন্তানের জনক তিনি। সন্তান ও স্ত্রী শিল্পী বেগম গ্রামের বাড়িতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এজেডএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।