ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৭ জুলাই) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জীমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে জেলা শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জীমের ছোট ভাই খন্দকার আল আমিন বলেন, রাতে বাস টার্মিনাল এলাকা থেকে বাসায় ফিরছিলেন জীম। পথে ফকিরপাড়া মোড় থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কোন মামলা নয়, মূলত চলমান সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দমানোর অংশ হিসেবে জেলা ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১৭ জুলাই ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।