সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে চারটি সোনার বারসহ মো. ইয়াকুব আলী (৫৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ করা সোনার ওজন এক কেজি ৮৯৫ গ্রাম।
সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. ইয়াকুব আলী কলারোয়ার রাজপুর গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবির মাদরা বিওপির একটি দল ভোরে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। সকাল সোয়া ৬টার দিকে সেখান থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বার পাওয়া যায়। এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা সোনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এসআই