ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব মোড় অবরোধ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
সায়েন্সল্যাব মোড় অবরোধ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান শিক্ষার্থীদের ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হচ্ছে।  

কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

 

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।  

মিছিলটি ২টা ৪০ মিনিটে আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসে। তারা সমস্বরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন।

এছাড়া বায়তুল মা’মুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এসময় পুলিশ সদস্যদের দেখা গেলেও আন্দোলনকারীদের বাধা দিতে দেখা যায়নি তাদের।

বেলা ৩টা এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আন্দোলনকারীদের মিছিলের ঘোষণায় আজ জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাঁজোয়া যানের অবস্থান দেখা যায়। ধানমন্ডির স্টার হোটেলের সামনে দেখা যায় বিজিবির একটি গাড়ি।  

এছাড়া সায়েন্সল্যাব মোড়ের প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের ৭-৮ টি গাড়ি অবস্থান করছিলো।  
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।