ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
নওগাঁয় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নওগাঁ: নওগাঁয় আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজির মোড়ে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা।

পরে বিশাল মিছিল নিয়ে প্রধান সড়ক হয়েছে শরিষাহাটির মোড়ের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গেলে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ক্ষমতাসীন দলে নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দুগ্রুপের বেশ কয়েকজন আহত হন। পরে মুক্তির মোড়ে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যায় আন্দোলনকারীরা।  

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির শুরু থেকেই সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে থাকতে বলা হয়েছিল। প্রশাসনকে বলা হয়েছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি চালিয়ে চলে যাবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।