ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজের মৃত্যু

লালমনিরহাট: বিগত কয়েকদিন আগে দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মিরাজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়ার আব্দুস সালামের ছেলে। তিনি দনিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।  

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নেন মিরাজ। গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। সহযোদ্ধারা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলে শহীদ হয়েছে। শহীদ ছেলের আত্মার শান্তি কামনায় সবার দোয়া চাই।  

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।