সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) উপজেলার চন্ডিপুর গ্রামের একজন কৃষক শ্যামনগর থানার পেছনের জমি চাষ করতে গিয়ে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পান।
পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।
অন্যদিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি।
ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এসআই