ঢাকা, শুক্রবার, ১ ভাদ্র ১৪৩১, ১৬ আগস্ট ২০২৪, ১০ সফর ১৪৪৬

জাতীয়

‘গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচারের দাবিতে শরীয়তপুরে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
‘গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচারের দাবিতে শরীয়তপুরে সমাবেশ

শরীয়তপুর: ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে ‘গণহত্যার নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।  

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খবির হোসেন, সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, শ্রমিক অধিকার আহ্বায়ক এবি হান্নান, যুব অধিকারের ওবায়দুল হক শুভ, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এমএম সম্রাট, জেলার সভাপতি জীবন আহমেদ নান্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে এদেশে গণজাগরণ তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়েছে। ভিপি নুর শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। এজন্য দেশের মধ্যে যারাই সন্ত্রাস নৈরাজ্য করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ছাত্র-জনতা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গুম, নির্যাতন ও দেশের অর্থ লুটপাটসহ বিভিন্ন অপরাধের জন্য বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।