ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টাঙ্গাইল: গত ১৪ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে ‘টাঙ্গাইলে কৃষিযন্ত্র বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা নেন লাখ টাকা' শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোমানা আক্তার।  

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, টাঙ্গাইলে ২০২৩-২০২৪ সালে সরকারের ভর্তুকি মূলে যে কৃষিযন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে তা সঠিক নিয়মেই বিতরণ করা হয়েছে।

বিতরণ করার আগে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, কমিটির অন্যান্য সদস্যগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অনুমোদনক্রমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই করে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়।  

বিতরণের পর সার্বক্ষণিক উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে টানা তিন বছর কৃষিযন্ত্র মনিটরিং করেন। টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষে এবং অন্যান্য জেলা ও উপজেলায় ধান কাটতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক। ধান কাটা শেষে কৃষক যন্ত্র বাড়িতে বা পার্শ্ববর্তী গ্যারেজে রেখে দেন। এছাড়া উপকারভোগী কৃষি যন্ত্রের সরকারের ভর্তুকির বাইরে বাকি টাকা দুই বছর কিস্তির মাধ্যমে পরিশোধ করেন।  

কৃষিযন্ত্র বিতরণের সময় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত থাকেন। এ ক্ষেত্রে কখনও কোনো প্রকার টাকা লেনদেন হয় না। বিতরণ শেষে যন্ত্র কোম্পানির পক্ষ থেকে উপকারভোগী কৃষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আগ্রহী কৃষকরা সরাসরি আবেদন করে এসব যন্ত্র পেয়ে থাকেন।  

ভর্তুকির কৃষিযন্ত্র দিতে কৃষকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্পে সই নিয়ে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়। সে ক্ষেত্রে কৃষকদের কোনো প্রকার দালাল দ্বারা হয়রানি হতে হয় না।

প্রতিবাদলিপিতে বলা হয়, যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় করার জন্য একটি পক্ষ প্রতিবেদককে ভুল তথ্য সরবরাহ করেছে এবং তার বক্তব্যটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া। তাই আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।