ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটের পুলিশ কমিশনার ও ডিআইজি বদলি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
সিলেটের পুলিশ কমিশনার ও ডিআইজি বদলি  জাকির হোসেন খান ও শাহ মিজান শাফিউর রহমান

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে বদলি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।



প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-মহাপরিদর্শক হিসেবে সংযুক্তির আদেশ দেওয়া হয়। এরমধ্যে সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকাস্থ রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

 এ দুই কর্মকর্তাসহ একই আদেশে দেশের বিভিন্ন রেঞ্জ ও মহানগরের ঊর্ধ্বতন ১২ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।