ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে পুরাতন টার্মিনাল এলাকার জাগরণ মঞ্চে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্ত্তিক দাস, সাংবাদিক খায়রুল আরফিন রানা, সাংবাদিক অ্যাডভোকেট আলমগীর সিদ্দীকি, সাংবাদিক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক উজ্জ্বল খান, সাংবাদিক সাজ্জাদ হাসন, সাংবাদিক এম এম ওমর ফারুক।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষে সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মিডিয়ার ওপর হামলা হলে জাতির চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে। সব মিডিয়াকর্মীর সংবাদ প্রকাশের স্বাধীনতা দাবি করে বলা হয়, বিগত সময় অনেক সত্য তুলে আনা সম্ভব হয়নি। বর্তমান প্রেক্ষাপটে সেরকম কিছু হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করব।  

বক্তারা অবিলম্বে মিডিয়া প্রতিষ্ঠানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

গত ১৯ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করে দুর্বৃত্তরা। তারা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রডিও ক্যাপিটাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, নিউজটোয়েন্টিফোর, টি-স্পোর্টসসহ সব প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।