ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩১, ৩১ আগস্ট ২০২৪, ২৫ সফর ১৪৪৬

জাতীয়

সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

সিলেট: সিলেটের ওসমানীনগরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার মঙ্গলচন্ডী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী বাজারস্থ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। জুমার নামাজের পর শিশুদের মারামারিকে কেন্দ্রে করে সোনারপাড়া ও মোকামপাড়া দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোনারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে দুলন মিয়া (৪৫), সিরাজ মিয়া (৩৫), মখলিছ মিয়ার ছেলে জিলু মিয়া (৩৫), আনোয়ার মিয়ার ছেলে জাকারিয়া (২০)  আলা মিয়ার ছেলে সুলতান (১৭), মাটিহানী গ্রামের তুয়াশিত আলীর ছেলে সুহেল মিয়া (৩৫), শুক্কুর আলীর ছেলে রিয়াজ (২০), মতিন মিয়ার ছেলে ফারহান (১৬), লাল কৈলাশ গ্রামের আছমত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০), ইছমত আলীর ছেলে আমির আলী (৩৮)সহ উভয়পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।  

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তাজপুর বাজার ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সোনারপাড়া গ্রামের দুলন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ওসমানীনগর থানার (ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল হক জানান, পুনারায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।