ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মুহাম্মদ তালেবুর রহমানকে।
একই পদে দায়িত্ব পালন করে আসা ডিসি ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো-
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এসজেএ/