ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

ঢাকা: গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫১ জনকে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো মধ্যে রয়েছে- সাতটি রিভলবার, ৩০টি পিস্তল, নয়টি রাইফেল, ১৫টি শটগান, তিনটি পাইপগান, ১৬টি শুটারগান, পাঁচটি এলজি, ১৫টি  বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএ, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার।

অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।