ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
ফরিদপুরে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ গ্রেপ্তার ইছাহাক আলী পাট্টাদার

ফরিদপুর: ফরিদপুরে ১০৪ বোতল ফেনসিডিলসহ ইছাহাক আলী পাট্টাদার (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ইছাহাক ওই এলাকার মৃত নূরুউদ্দিন পাট্টাদারের ছেলে বলে জানা গেছে।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ১০৪ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা ইছাহাককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।