ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তিনদিন পর পুকুরে ভেসে উঠলো নিখোঁজ যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
তিনদিন পর পুকুরে ভেসে উঠলো
নিখোঁজ যুবকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিনদিন পর পাশের গ্রামের একটি পুকুরে ভেসে উঠেছে মো. আশরাফুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মরদেহ।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামাণিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।

পুলিশ জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) ঝপঝপিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আশরাফুল। এরপর অনেক খুঁজেও তাকে পাচ্ছিলেন না স্বজনরা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দহগ্রামের মাজেম প্রামাণিকের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি আশরাফুলের বলে সনাক্ত করেন।   

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।