ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কালকিনিতে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: জেলার কালকিনিতে ব্যাটারিচালিত অটোভ্যান চাপায় হাবিবা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হাবিবা একই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে।

জানা গেছে, সকালে হাবিবা খেলতে খেলতে বাড়ির সামনের রাস্তায় উঠে যায়। এ সময় একটি অটোভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। হাবিবাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

কালকিনি পৌরসভার কাউন্সিলর মেজবাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়ধ ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।