ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের উপর্যুপরি বটির আঘাতে খগেন্দ্রনাথ প্রামাণিক (৭২) নামে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ার নিজ বাসায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ছেলে চাকরির সুবাদে পরিবারসহ বগুড়ায় অবস্থান করায় খগেন্দ্রনাথ গোবিন্দগঞ্জের নিজ বাসায় একাই অবস্থান করছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক বিষয়টি তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে দরজায় শব্দ পেয়ে পরিচিতজন ভেবে তিনি দরজা খুলে দিলে তাৎক্ষণিক এক দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। পরে দুইজনের ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এসময় তার চিৎকার-চেচামেচির শব্দে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।