ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাকরি স্থায়ীকরণের দাবি রাকাব কর্মচারীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
চাকরি স্থায়ীকরণের দাবি রাকাব কর্মচারীদের

রাজশাহী: চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাজশাহীতে থাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে রাকাব কর্মচারীরা বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানান। এছাড়া বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখাসহ আরও সাত দফা দাবি জানান রাকাবের কর্মচারীরা। পরে তারা ব্যাংকের প্রধান শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় এক হাজার জন কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনে তাদের মানবেতর জীবন কাটাচ্ছেন। জনবল কম থাকায় তাদের অতিরিক্ত শ্রম দিতে হয়। বিনিময়ে তাদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। তাই তারা চাকরিস্থায়ী করার দাবি জানাচ্ছেন।

মানববন্ধনে রাকাবের নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, রবিউল ইসলাম, মো. রাসেল, লিটন কুমার সাহা, অফিস সহায়ক মোজাম্মেল হক, জিন্না ইসলাম, শফিকুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।