ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ছাত্র-জনতার বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এসব বৈঠকে ড. ইউনূস ছাত্র-জনতার বিপ্লবের সময় দেওয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি নিয়ে তৈরি একটি আর্টবুক জো বাইডেন এবং জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেন।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমইউএম/আরএইচ