ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবীকে ‘৬ মাস গুম’ করে রাখার অভিযোগ ট্রাইব্যুনালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আইনজীবীকে ‘৬ মাস গুম’ করে রাখার অভিযোগ ট্রাইব্যুনালে

ঢাকা:  ২০১৫ সালে ছয় মাস গুম করে রাখার ঘটনায় সেসময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা।

আসামিরা হলেন–পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য।

আইনজীবী সোহেল রানা বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি গুম হই। ৬ মাস তিন দিন রাখা হয়েছিল। ওইদিনগুলো অমানবিক নির্যাতন করা হয়। যে গুম হয় শুধু সে না, তার পুরো পরিবার এই শাস্তিটা ভোগ করে, সাফারার হয়। আমি জাতীয়তাবাদী দলের সদস্য ছিলাম। আন্দোলনে সক্রিয় থাকায় আমাকে গুম করেছিল।

তিনি বলেন, ছেড়ে দেওয়ার সময় আমাকে কন্ডিশন দিয়েছিল, আমি যেন ঢাকায় না থাকি। আত্মীয় স্বজনকে বলতে হবে আমি ইচ্ছে করে লুকিয়ে ছিলাম।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।