ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন বিএমপির নতুন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
দায়িত্ব নিলেন বিএমপির নতুন কমিশনার

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম।  

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে দুপুরে তিনি বরিশালে পৌঁছে নিজ কার্যালয়ে যান সেখানে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে দায়িত্বভার গ্রহণ করে পুলিশ কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বরিশাল যোগদানের আগে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।