ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদিতে ১৪ মাস ধরে আটক ৩৯ প্রবাসী, মুক্তির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সৌদিতে ১৪ মাস ধরে আটক ৩৯ প্রবাসী, মুক্তির দাবি

কিশোরগঞ্জ: সৌদি আরবের রিয়াদে বিভিন্ন থানায় আটক কিশোরগঞ্জের ভৈরবের প্রবাসী ৩৯ জনের মুক্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামের শীতলপাটি সেতুর ওপর আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ভুক্তভোগী পরিবারের সিরাজুল ইসলাম, জমিলা বেগম ও বেলায়েত হোসেনসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, সৌদিতে বাংলাদেশ দূতাবাসসহ এ দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভৈরবের প্রবাসী ৩৯ জন আটকের ঘটনাটি অবগত করা হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তারা খুবই চিন্তিত।  

বাংলাদেশ সরকারের কাছে তাদের মুক্তির বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।

মানববন্ধন শেষে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত এক বছর আগে বাংলাদেশে ভৈরব উপজেলার গ্রামের বাড়ির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরবে দুই পক্ষ ঝগড়া-সংঘর্ষে কয়েকজন আহত হন। এ ঘটনায় ভৈরবের প্রবাসী ৩৯ জনকে আটক করে সৌদি পুলিশ। সৌদি সরকারের পুলিশ তদন্ত করার অজুহাতে তাদের ১৪ মাস যাবত রিয়াদ শহরের বিভিন্ন থানা হাজতে আটক করে রেখেছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।