ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে পাকলু মাঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পাকলু মাঝি উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।  

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলু মাঝিসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছালে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু মাঝি ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সঙ্গে থাকা অপর দুই জেলে সামান্য আহত হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।