নোয়াখালী: নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি গ্যাসগান সমিল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
এর আগে, বৃহস্পতিবার রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার মজুমদারহাট বাজারের একটি সমিল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। লুটপাটের একপর্যায়ে থানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করা হয়।
পরে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট বাজারে একটি সমিলে গাছের গুঁড়ির আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ এমএম গ্যাসগান (মেইড ইন চায়না) উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। গ্যাসগান পুলিশবাহিনী ব্যবহার করে থাকে। অস্ত্রটি বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসআই