ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইসলামিক ক্যালিওগ্রাফি ভাঙচুরের চেষ্টা, যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
কিশোরগঞ্জে ইসলামিক ক্যালিওগ্রাফি ভাঙচুরের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের চেষ্টার ঘটনায় মো. রাকিবুল হাসান তুষার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. রাকিবুল হাসান তুষার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার আবু বকর সিদ্দিক ওরফে ধনু চেয়ারম্যানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর হোসেনপুর পৌর এলাকার হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ক্যালিওগ্রাফি নামফলক ভাঙচুরের চেষ্টা চালান মো. রাকিবুল হাসান তুষার। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তুষারকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিকভাবে গ্রেপ্তার তুষার ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আসামি মো. রাকিবুল হাসান তুষারকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।