ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গভীর রাতে পূজামণ্ডপ ঘুরে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
গভীর রাতে পূজামণ্ডপ ঘুরে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতার 

সিরাজগঞ্জ: গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দায়িত্বরত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বুধবার (৯ অক্টোবর) রাত ১২টার পর থেকে রিকশাযোগে তিনি শহরের সব পূজামণ্ডপ ঘুরে ঘুরে সবাইকে সতর্ক করেন।

এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, কিছু দুর্বৃত্ত রয়েছে যারা দেশের মঙ্গল চায় না, বিশৃঙ্খলা চায়, সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চায় তারা। কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করবে তারা। আমরা ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। যাতে কোনোভাবেই দুর্বৃত্তরা এই ধরনের সুযোগ না পায়।

তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করেছি সিরাজগঞ্জে নির্বিঘ্নে উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তারা শহরে ব্যাপকভাবে আলোকসজ্জা
করেছে। এ জন্য পূজা উদ্‌যাপন পরিষদকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এ সময় আনসার সদস্য ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের রাত দুইটার পর এবং দুপুরের দিকে সজাগ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।