ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার-সিন্ডিকেটের বিরুদ্ধে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
পদ্মা ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার-সিন্ডিকেটের বিরুদ্ধে সভা সভায় আতিকুর রহমান নান্নু মুন্সিসহ অন্যরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা তেল ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার ও জ্বালানি পরিবহন সিন্ডিকেটের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপোর এালাকায় ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় মো. উকিলউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান নান্নু মুন্সি।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ইয়ার হোসেন ভূইয়া, মুজিবর রহমান, মুসলিম উদ্দিন ও সাইজউদ্দিন মাদবর প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, পদ্মা ওয়েল কোম্পানির লিমিটেডের কর্মকর্তাদের মদদে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা সিন্ডিকেট করে রাষ্ট্র ও জনগণ সম্পদ তেল সেক্টরে লুটপাট করে অনেকেই শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আপনারা সাবধান হয়ে যান। জনগণের সম্পদ আগের ন্যায় আর লুটপাট করতে দেওয়া হবে না। অনতিবিলম্বে গোদনাইল পদ্মা তেল ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।