ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতীকী ইউপি চেয়ারম্যান হলেন কলেজছাত্রী পার্বতী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
প্রতীকী ইউপি চেয়ারম্যান হলেন কলেজছাত্রী পার্বতী  পার্বতী ত্রিপুরাসহ অন্যরা।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রতীকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হয়েছেন খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও পেরাছড়া ইউনিয়ন এনসিটিএফর সদস্য পার্বতী ত্রিপুরা। এক ঘণ্টার জন্য পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই নারীবান্ধব করতে নানা নির্দেশনা দেন।

একইসঙ্গে কন্যাশিশুকে ক্ষমতায়নের ঘোষণা দিয়েছেন।  

সোমবার (২১ অক্টোবর) সকালে পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে প্রতীকীভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেন পার্বতী ত্রিপুরা।  

অক্টোবর মাসে কন্যাশিশু দিবসের মাস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইয়েস বাংলাদেশ উদ্যোগে এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় জাবারাং কল্যাণ সমিতি এই আয়োজন করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।