ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুমের ঘটনায় দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি মায়ের ডাকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
গুমের ঘটনায় দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি মায়ের ডাকের

ঢাকা: দেশে গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।  


সোমবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে ‘মায়ের ডাকের’ একটি প্রতিনিধি দলের বৈঠকে এ দাবি জানানো হয়।

 

বৈঠকে মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দেশে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফেরত দেওয়ার এবং প্রত্যেকটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।  

বৈঠকে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা জানান, যারা গুম হয়েছেন, তাদের খুঁজে বের করতে অভিযান চলছে। গুমের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে।  

গুমের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও আশ্বাস দেন দুই উপদেষ্টা।  

বৈঠকে মায়ের ডাকের সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ও জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩০৭ ণ্টা, অক্টোবর ২১, ২০২৪
জিসিজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।