ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যাংক থেকে বের হতেই টাকা ছিনতাই, শোকে প্রাণ হারালেন বৃদ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ব্যাংক থেকে বের হতেই টাকা ছিনতাই, শোকে প্রাণ হারালেন বৃদ্ধ  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আবারও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় শোকে মৃত্যু হয়েছে ছিনতাইয়ের শিকার আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধের।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময়ই  ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে শুধুমাত্র ওই সড়কের একই জায়গায় গত দেড় মাসে ৫/৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটলো। টাকা ছিনতাইয়ের শোকে মারা যাওয়া ওই বৃদ্ধের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে।

গ্রাহক মৃত আশরাফ হোসেনের ছেলে নাজমুল হোসেন জানান, বৃদ্ধ বাবা ও মা ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। গেটের সামনেই ছিনতাইয়ের চক্রের কয়েকজন বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে বলে আমার গরিব বা মাকে একটু সাইডে নিয়ে যান। পরে ভাড়ার কথা বলে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায়।  

এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন উনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু বলে জানান।
এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও চিকিৎসক নাজমুল হুদা জানান, হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন। মূলত শোকে হার্ট অ্যাটাক হয়েছে তার।

উল্লেখ্য, গত দেড় মাসে সৈয়দপুরে ১৮ থেকে ২২টি চুরি/ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বেশি ঘটেছে ওই ইসলামী ব্যাংকের পাশে জনবহুল তুলসীরাম সড়কে। এর মধ্যে মোটরসাইকেল, নগদ টাকা, ভ্যান, টিউবওয়েল, সোলার মেশিন, গরু, গহনা, ভ্যানিটি ব্যাগসহ আরও অনেক কিছু চুরি মাত্রাতিরিক্তহারে বেড়েছে সৈয়দপুরে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সোমবারে ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যু বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

এদিকে শহরজুড়ে মাত্রাতিরিক্ত চুরি/ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শহরবাসীও।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।