ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৫৪ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৫৪ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। এ সময় ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে আক্তার স্টোরকে ৫ হাজার টাকা ও সাজু স্টোরকে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচাবাজারে একই অপরাধে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ফয়সাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইঘর বাজারে কাচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে তিন ভাই স্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে ২ হাজার টাকা, আশিক স্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া ও জেলা পুলিশ লাইনের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।