ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আটকে রাখা ৩০ বাস ছাড়লেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আটকে রাখা ৩০ বাস ছাড়লেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঢাকা: ভিআইপি পরিবহনের আটকে রাখা বাস ছেড়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। হাফ ভাড়া দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় এসব বাস আটকে রাখেন তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বাস মালিক ও শিক্ষার্থীরা মীমাংসায় যান। পরে আটকে রাখা ৩০টি বাস ছেড়ে দেন ঢাকা  কলেজের শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন। তিনি জানান, উভয় পক্ষের মীমাংসায় আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, সকাল ১০টার দিকে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক করেন শিক্ষার্থীরা। বাসগুলোকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর সেগুলো ছেড়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হাফ ভাড়া নিয়ে ঢাকা কলেজের সাবিত নামে এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয় ভিআইপি পরিবহনের বাসের হেলপারের সঙ্গে। এক পর্যায়ে বাস থেকে নামার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেলপার।  

এতে ওই শিক্ষার্থী হাত ও পায়ে আঘাত পান। পরে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে সহপাঠীকে ফেলে দেওয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওই পরিবহনের ৩০টি বাস আটক করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।