ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোরবেলায় মাস্ক পরে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ১০ জনের স্লোগান!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ভোরবেলায় মাস্ক পরে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ১০ জনের স্লোগান!

ঢাবি: দীর্ঘ আড়াইমাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব ও হাসিনার নামে স্লোগান দিয়ে সংক্ষিপ্ত মিছিল করেছে ১০ জন। ভোরবেলার ওই মিছিলে তারা সবাই মুখে মাস্ক পরে ছিলেন।

ফলে তারা ‘ছাত্রলীগ’ না ‘ভাড়াটে’ লোক তা নিশ্চিত হওয়া যায়নি।  

বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি খুব ভোরে ধারণ করা হয়েছে। তবে কবে সেই মিছিল হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মিছিলে ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’সহ কয়েকটি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করতে দেখা যায় ওই ব্যক্তিদের। তাদের কারও পরিচয় জানা যায়নি।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর এ বছরের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের রুম ভাঙচুর করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবাঞ্চিত ঘোষণা করে।

১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগ। ৫ আগস্টের পর এই নেতাদের কেউ আর ক্যাম্পাসে আসতে পারেননি। তাদেরকে হল ও বিভাগ থেকে বয়কট করেন শিক্ষার্থীরা।

১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত সোমবার ছাত্রলীগের হলপর্যায়ের নেতাকর্মীসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এসবের মধ্যেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।