ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ২ লাইনম্যানের মৃত্যু: দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
শ্রীমঙ্গলে ২ লাইনম্যানের মৃত্যু: দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত ২ নিহত মোস্তাফিজুর ও রেজুয়ানুল

মৌলভীবাজার: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) দুই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার নয় দিন পর মঙ্গলবার (২২ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইনম্যান গ্রেড-১ মো. মোস্তাফিজুর রহমানের (২৯) মৃত্যু হয়েছে।

এর আগে ঘটনায় ওইদিন সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইন্যামন গ্রেড-২ রেজুয়ানুল হকের(২২) মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) দুই লাইনম্যানের মৃত্যুর ঘটনায় সিন্দুরখান সাব-জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার ও সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন মৌপবিসের জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান।

জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার নয় দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোস্তাফিজের দুইটি শিশু সন্তান রয়েছে। মৃত মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলা সদরের বাগড়া গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল কাদির।

এর আগে ১২ অক্টোবর উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় খুঁটিতে ক্রস আর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইন্যামন গ্রেড-২ রেজুয়ানুল হক (২২)। মৃত রেজুয়ান সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, মৌপবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমান শনিবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার সময় সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় তিন ফেজ সেকশন কেটে ক্রস আর্ম পাল্টাতে গিয়েছিলেন। অসাবধানতাবশত তিন ফেজের এক ফেজ জাম্পার করা ছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন ও পবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসের লোকজন তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রেজুয়ানুল হককে মৃত ঘোষণা করেন। মোস্তাফিজের অবস্থা আশঙ্কাজনক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট পাঠানো হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত লাইনম্যান মোস্তাফিজুর রহমানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সমিতির তত্ত্বাবধানে গত ১২ তারিখে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার চিকিৎসায় কোনো ত্রুটি করিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনার নয় দিন পর মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার কারণে সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার ও সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চূড়ান্ত তদন্তের প্রতিবেদন পেলে দায়ী ব্যক্তিদের নামে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এবিএম মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।