ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
রায়পুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর শিশুটিকে চাপা দেওয়া ট্রাক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুসা নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ওই সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।  

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।  

স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। সকাল সাড়ে ৮টার দিকে মুসা বাড়ি থেকে সড়কের পাশের দোকানে যাওয়ার উদ্দেশে বের হয়। এ সময় সে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (চট্ট মেট্রো-ট-১১-৭৮৯৩) একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।  

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।