ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদককারবারিদের ফেলে যাওয়া ফুটবলের ভেতর ২ কোটি টাকার হেরোইন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
মাদককারবারিদের ফেলে যাওয়া ফুটবলের ভেতর ২ কোটি টাকার হেরোইন!

রাজশাহী: কোনো ফুটবল মাঠে নয়, হেলিপ্যাডে সংলগ্ন এলাকায় একটি ফুটবল ফেলে চলে যায় মাদককারবারিরা। সন্দেহ হলে সেই ফুটবল থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হেলিপ্যাড এলাকায়।

সেখানে ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‌্যাব-৫ সদস্যরা। উদ্ধার করা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সরমংলা গ্রামে এ অভিযান চালায়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকের একটি বড় চালান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা হয়ে শহরের দিকে যাবে এমন তথ্য ছিল তাদের কাছে।

এরপর সেই গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ী উপজেলার সরমংলা হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়।

সন্দেহ হলে ফুটবলটি জব্দ করা হয়। পরে এর ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।