ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর সাজ্জেন ওরফে রহমতের।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৩ বছরের ওই শিশুর মৃত্যু হয়।

সাজ্জেনের খালাতো ভাই মো. মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে ক্যাম্পের ভেতর ব্যবসায়ী চুয়া সেলিম ও বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সাজ্জেন পাম্প থেকে খাবার পানি নিয়ে বাসায় ফিরছিল। ৮ নম্বর সেক্টর হয়ে যাওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়।

মুরাদ বলেন, সাজ্জেনের হাত, বুক ও পেটে মোট পাঁচটি গুলি লাগে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।

সাজ্জেনের চিকিৎসা ঢামেকের আইসিইউতে চলছিল। সোমবার সকাল ৮টার দিকে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করে সে।

সাজ্জেনের বাবার নাম শমসের। তারা জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে বসবাস করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।