ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পিটার অভিযোগ

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পিটার অভিযোগ ইমন

মাগুরা: মাগুরায় সাবেক ছাত্রলীগ কমী ইমনকে হাতুড়ি পিটার অভিযোগ উঠেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মাগুরা শহরের ভায়না মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ইমন জেলা শহরের তাঁতীপাড়ার মৃত আবুল কাসেম মোল্লার ছেলে।

ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আছাদুজ্জামান মিলনায়তনে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ সামনে অবস্থান করা ছাত্রদল, যুবদল শ্রমিক দলের সদস্যরা জানতে পারেন যে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি জজ কোর্টে হাজিরা দিতে এসেছে। এই কথা শুনে তারা সেখানে গিয়ে সাবেক ছাত্রলীগ কর্মী ইমনকে দেখতে পান। পরে তাকে ভায়না এলাকায় নিয়ে আশা হয়। তবে কারা তাকে হাতুড়ি পিটা করেছে এখনও তা জানতে পারিনি। তবে শুনেছি, পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাগুরা সদর থানায় নিয়ে আশা হয়েছে।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল্লাহ বলেন, বিকেলে ভায়না মোড় এলাকায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সাবেক ছাত্রলীগে নেতা ইমনকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসাসেবা শেষে সদর থানায় নিয়ে আশা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।